চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

দেরিতে ছাড়বে সোনার বাংলা, সুবর্ণ-মেঘনার সূচি এগোচ্ছে

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

১ বছর ৩ মাস পর ট্রেন চলাচলের সূচিতে ফের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন সূচিতে রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে চলা ১৫টি ট্রেন ছাড়ার সময় এবং ৩৫টি ট্রেনের গন্তব্যে পৌঁছার সময়ে পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ৩টি ট্রেন ছাড়ার সময় এবং ৮টি ট্রেনের গন্তব্যে পৌঁছার সময়ে পরিবর্তন এসেছে। আগামী সোমবার থেকে নতুন সূচিতে চলবে এসব ট্রেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুর রুটে ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে চট্টগ্রাম-ঢাকা রুটের সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার সময়ে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী সুবর্ণ এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার পরিবর্তে ৩০ মিনিট এগিয়ে এনে সকাল ৭টায় ছাড়বে। আর সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পর বিকাল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। এছাড়া মেঘনা এক্সপ্রেস সন্ধ্যা ৬টার পরিবর্তে ১৫ মিনিট আগে বিকাল ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছাড়বে।

সময় সূচি পরিবর্তন করায় ১০টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৮টি ট্রেনের গন্তব্যে পৌঁছার সময়েও পরিবর্তন আসবে। এর মধ্যে চট্টলা দুপুর ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১২টা ৪০ মিনিটে, সুবর্ণ দুপুর ১২টা ২৫ মিনিটের পরিবর্তে সকাল ১১টা ৫৫ মিনিটে, গোধূলী রাত ৮টা ৫৫ মিনিটের পরিবর্তে ৮টা ৪৫ মিনিটে, সোনার বাংলা রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৫৫ মিনিটে পৌঁছাবে।

এছাড়া তূর্ণা এক্সপ্রেস ভোর ৫টা ১৫ মিনিটের পরিবর্তে ভোর ৫টা ১০ মিনিটে, পাহাড়িকা বিকাল ৪টা ৩০ মিনিটের পরিবর্তে বিকাল ৩টা ৫৫ মিনিটে, বিজয় বিকাল ৪টা ২৫ মিনিটের পরিবর্তে বিকাল ৪টা ২৩ মিনিটে এবং মেঘনা রাত ১০টার পরিবর্তে রাত ৯টা ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। তবে বাকি দুই ট্রেন মহানগর এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সূচিতে কোনো পরিবর্তন আসবে না।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের এডিশনাল সিওপিএস তারেক মুহাম্মদ ইমরান পূর্বকোণকে বলেন, আগামী ১০ মার্চ থেকে ট্রেন চলাচলের নতুন সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে কয়েকটির প্রারম্ভিক সময় এবং কয়েকটির গন্তব্যে পৌঁছার সময়ে পরিবর্তন এসেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল নং-৫৩ অনুযায়ী পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল করছে এখন। সে হিসাবে ১ বছর ৩ মাস ১০ দিন পর আগামী ১০ মার্চ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল নং-৫৪।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট