চট্টগ্রাম নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাসব্যাপী।
নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন আজ রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উদ্বোধন করেন সিটি মেয়র। সেখানে প্রথমদিন প্রায় ৬০০ শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে প্রতিবছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহূর্তে সেই বৈষম্যও ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্টগ্রামে প্রতিদিন ১ হাজার মানুষ বিনামূল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান, সিআরবিসহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাচলাইশ থানার ওসি মো. সোলেমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ