চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মূল্য তালিকা হালনাগাদ না থাকায় খাতুনগঞ্জে তিন দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক

২ মার্চ, ২০২৫ | ৯:৩৯ অপরাহ্ণ

মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় তিন দোকনিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ মার্চ) খাতুনগঞ্জে বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরিচালিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এই জরিমানা আদায় করেন।

 

অভিযানে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট