চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে শিশুদের সাথে ‘আমরা মানুষের জন্য’ সংগঠনের একদিন

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৫ | ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরাতে নিয়ে গেলেন ‘আমরা মানুষের জন্য’একটি সংগঠন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আমন্ত্রিত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে একটি বাসে করে তারা চিড়িয়াখানা গেলেন।

 

চিড়িয়াখানায় প্রবেশের পর পরই শিশুদের মাঝে দারুণ উৎসুক ভাব পরিলক্ষিত হয়। শুরুতেই ময়ূর-বনমোরগ-কবুতরসহ বিভিন্ন পাখিদের খাঁচা সবাইকে আকৃষ্ট করে। তারপর একে একে হনুমান, বানর, ভাল্লুকে খাঁচা পেরিয়ে বাঘের খাঁচার সামনে সবাইকে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।

 

হবেই না কেন? চট্টগ্রাম চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় খাঁচার মধ্যে বাঘের বিশাল খাঁচাটি যে অন্যতম। তারপর জেব্রা, ঘোড়া, অজগর, টিয়াপাখির খাঁচা পেরিয়ে ধনেশ, উট পাখি, সাম্বা হরিণ, গয়াল, ইমু পাখির খাঁচা পরিদর্শন করে শিশুরা। এরপর স্লাইডার আর দোলনা নিয়ে শিশুদের কোলাহল ছিল উপভোগ করার মতো। তারপর একে একে শকুন, চিত্রা হরিণ, জলহস্তী, লামা এবং পরিশেষে সিংহের খাঁচা পরিদর্শনের মধ্য দিয়ে শিশুদের চিড়িয়াখানা দর্শন শেষ হয়। ফেরার পালায় একে একে সবাই আবার গাড়িতে চড়ে বসে। পুনরায় সবাইকে সঙ্গে নিয়ে বাসটি সংগঠনের কার্যালয়ে ফিরে আসলে সেখানেই শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট