চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

লাইসেন্স ছাড়াই হালিশহরে লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার বাজারজাত, জরিমানা অর্ধলক্ষ

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোলের নতুনপাড়া এলাকার ‘লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার’ নামের কারখানায় বিএসটিআই লাইসেন্স ছাড়া ড্রিকিং ওয়াটার বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএসটিআইয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল, ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন, পরিদর্শক (মেট) বুলবুল আহমেদ জয়।

 

সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় বলেন, রমজানকে সামনে রেখে ভেজাল ও মানহীন ড্রিংকিং ওয়াটার কারখানায়  অভিযান চালানো হচ্ছে। ভোক্তারা যেন ড্রিকিং ওয়াটারের নামে নাম সর্বস্ব পানি পান না করে সে ব্যাপারে মাঠে কাজ করছি আমরা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট