বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানট্রপিক সেন্টার অব নিউইয়র্ক, এইএসএর আর্থিক সহযোগিতায়, চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায়, রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় শীতার্থদের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, আরও উপস্থিত ছিলেন রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের নব নির্বাচিত সহ-সভাপতি দীপক দাশ, সমল চৌধুরী শ্যামল, সম্পাদক মানু কর্মকার মান্না, সহ-সম্পাদক রুবেল শীল, সুজিত শীল, কোষাধ্যক্ষ মানস সরকার, সদস্য চঞ্চল চৌধুরী, সুকান্ত শর্মা, অনিমেষ রুদ্র, কৃষ্ণ কর্মকার ও শ্যামল বণিক।
পূজ্যপাদ মহারাজ বলেন, আত্মমানবতার সেবায় সবসময় রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাউজান রামকৃষ্ণ আশ্রম অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
সম্পাদক মানু কর্মকার মান্না বলেন, প্রতিবছর রাউজান রামকৃষ্ণ আশ্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, ভোগ্যপণ্য বিতরণ, বার্ষিক উৎসবে ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, শিক্ষাবৃত্তিসহ নানাবিধ সেবামূলক কর্মকাণ্ড করা হয়।
শেষে নব-নির্বাচিত আশ্রম পরিচালনা পরিষদের সকল সদস্যকে আশ্রমের সংবিধান মেনে কাজ করার এবং প্রত্যেকটা কাজে সহযোগিতা কামনা করে বক্তব্য সমাপ্ত করেন। সভাশেষে ভার্চুয়ালি ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে।
পূর্বকোণ/পিআর