চুনোপুটি-হাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে কোতোয়ালী থানা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের খেদাতে বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী রূপ নিতে পারেনি। স্বয়ং উপদেষ্টা পরিষদেই এমন সব মহারথী আছেন যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারেননি। চুনোপুটি-হাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের অভ্যন্তরে কাঙ্ক্ষিত শুদ্ধি অভিযান পরিচালিত হয়নি; যা সরকারের উল্লেখযোগ্য ব্যর্থতা।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, রুকনরাই সংগঠনের মূল শক্তি এবং বাইয়াতের কর্মী। তারা যেমন মর্যাদাবান, তাদের দায়িত্বও অনেক বেশি। তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে। ইসলামি আন্দোলনে যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্যতা বৃদ্ধির জন্য কোরআন, সুন্নাহ ও ইসলামি সাহিত্যের যথাযথ অনুশীলন করতে হবে।
কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন থানার নায়েবে আমির অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, দারসুল কোরআন পেশ করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস।
এতে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য নুরুল কবির, এইচএম এমদাদ উল্লাহ, নাজিম উদ্দীন ও এডভোকেট এহতেশামুল হক, ৩৫ নম্বর বক্সিহাট ওয়ার্ড আমির সাইয়্যেদ মুহাম্মদ আলী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমির আজগর হাসান, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড আমির এডভোকেট আনোয়ার সাদাত, ২১ নম্বর জামালখান ওয়ার্ড আমির একরামুল হক, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আমির ডা. মুহাম্মদ ইলিয়াছ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আমির ওসমান গণি, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আমির নুরুল আমিন, ফিরিঙ্গবাজার ওয়ার্ড নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী প্রমুখ।
পূর্বকোণ/মাহমুদ