চট্টগ্রাম নগরীর ২ নং গেট সংলগ্ন এলাকায় ক্যাফে শপিং কমপ্লেক্সের ‘হালাল শেফ’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ ও খাবারে ক্ষতিকর কেমিকেল ব্যবহারসহ বেশ কিছু অনিয়মের দায়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোক্তা অধিকারের চট্টগ্রাম কার্যালযয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ এই জরিমানা আদায় করেন।
একই অভিযানে ক্যাফে শপিং কমপ্লেক্সে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রান্না করায় ক্যাফে শপিং কমপ্লেক্স ভাত ঘর এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, ফুড ব্যাংককে ৫ হাজার টাকা এবং ক্যাফে শপিং সিটি রেস্টুরেন্টেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অক্সিজেন মোর এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ রান্না করা বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনে এবং প্রক্রিয়াকরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের চট্টগ্রাম কার্যালযয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার।
পূর্বকোণ/আরআর/পারভেজ