বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের এক সভা সোমবার (২০ জানুয়ারি) মোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। উৎসব উপ-কমিটির আহবায়ক আনিস আহমেদের সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য দেন চবি ব্যাচ ২৫ এর প্রধান সমন্বয়ক নুর হোসাইন নিজামী তারা।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজনীতিক আমজাদ হোসেন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হাসনাত বারী, লেখক-সাংবাদিক আবসার মাহফুজ, আশরাফুল হক খান স্বপন, শিক্ষা-উদ্যোক্তা মাজহারুল হক, কবি মাঈনউদ্দিন জাহেদ, আলী আজমল সুমন, ব্যাংকার মহসিন-উল কাদির, ফজলে রাব্বী, অধ্যাপক আমীর হোসেন মানু, মোস্তাক আহমদ বাহার, রাজনীতিক ওয়াহিদুল আলম ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মো. গায়েফ উল্লাহ, শাহেদুল ইসলাম শোভন, ইকবাল চৌধুরী, ইমরুল কায়েস প্রমুখ।
বক্তারা বসন্ত উৎসব উদযাপনে গৃহীত কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করতে এবং চবি ২৫তম ব্যাচের সব শিক্ষার্থীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ফাগুনের প্রথম দিন শবে বরাত হওয়ায় অনুষ্ঠান এগিয়ে ৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।
পূর্বকোণ/পিআর