চট্টগ্রামে হালিশহর থানার উত্তর আগ্রাবাদে ‘শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সবার সম্মতিতে ফখরুদ্দিন আহমেদকে সভাপতি ও চৌধুরী হাসান মাহমুদ (টিটু)’কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এসময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অন্তবর্তীকালীন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান চৌধুরী।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাহাব উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এ.এইচ.এম কুতুব উদ্দিন চৌধুরী (নোবেল), অর্থ সম্পাদক একেএম মঈনুল হক (টিটু), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান (সুমন), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মাহাবুবুল হক (শাহেদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শরফুন নূর (মিশু)। সদস্য মনোনীত হয়েছেন মুসলিম উদ্দিন, তাজুল ইসলাম (রানা), ইকবাল হোসেন, আবদুল জলিল (মিলন), ওয়াহিদুল হক (রুবেল), ফখরুল হাসান (বাবু)।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/ইব