দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাজার কোটি টাকার খোঁজে এ অভিযান চালানো হয়েছে বলে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় এ অভিযান শুরু হয়।
তথ্যমতে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে র্যাবের একাধিক টিমকে পাঁচলাইশের সুগন্ধা আবাসিকে ১ নম্বর রোডের বাসাটি ঘিরে রাখতে দেখা যায়। এ সময় র্যাবের একাধিক গাড়ি আশপাশের সড়কে অবস্থান নেয়। তবে বাসার ভেতরে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করেনি র্যাব।
র্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব জানান, অভিযানটি মূলত র্যাবের ছিল না। অভিযানটি ছিল দুদকের। আমরা সহযোগী ফোর্স হিসেবে ছিলাম। দেড় ঘণ্টার অভিযানে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে পাঁচলাইশ থানা পুলিশ যায়নি।
নামপ্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, র্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে মূলত তারা অভিযানে সহযোগিতা করতে গিয়েছেল। এট র্যাবেরই অভিযান।
পূর্বকোণ/পিআর