বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয় একটি মানবিক কাফেলা। বিভিন্ন মানবিক কাজে এগিয়ে রয়েছে। দেশের যে কোনো ক্রান্তিকালে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখছে। শীতবস্ত্র কার্যক্রমের মতো জামায়াতে ইসলামী বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আওয়ামী দুঃশাসনের সময়েও জামায়াতের কার্যক্রম থেমে ছিলো না।
শনিবার ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ইপিজেড থানার ৩৯ নম্বর প্রশাসনিক ওয়ার্ড আমীর ওসমান গনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম।
দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় এ সময় মাওলানা মোজাম্মেল হক, মো. ফখরুল ইসলাম, আবুল কালাম, এডভোকেট শাহেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ