চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর নির্বাচিত এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান

অনলাইন ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

এপেক্স বাংলাদেশের ২০২৪-২০২৫ বছরের জন্য জেলা-৩ এর গভর্নর নির্বাচিত হয়েছেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ।

 

বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম ফয়েস লেক সি ওয়ার্ল্ডে ৪৪ তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘স্বাধীন এপেক্স’জেলা-৩ সম্মেলনটি এপেক্সিয়ানদের সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি পিপলস ভিউয়ের প্রকাশক ও সম্পাদক মো. ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহেদী, এনওয়াইসিডি আবু হানিফ তুহিন, এনএডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি, পিডিজি-৩ এপেক্সিয়ান কামাল পাশা, পিডিজি-৩ এপেক্সিয়ান মোসলেম উদ্দিন, পিডিজি-৩ এন্ড পিএনএডি এপেক্সিয়ান এসকে দত্ত অনুপ, জেলা কনভেনশন কমিটির সেক্রেটারি এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলীসহ এপেক্স বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ, জেলা-৩ এবং অন্যান্য জেলার এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।

 

এপেক্স ক্লাব অব বার আউলিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কনভেনশনে প্রাথমিক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বার আউলিয়ার ২০২৪ সালের সভাপতি এবং কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ফরিদ চৌধুরী। ব্যবসায়িক অধিবেশনটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান জিয়াউল হক জিয়া। এতে বিভিন্ন ক্লাবের সভাপতিরা তাদের ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন এবং ডিস্ট্রিক্ট ৩- এর গভর্নরের রিপোর্ট উপস্থাপন করেন।

 

সম্মেলনে এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এবং চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে ২০২৫ সালের জন্য ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট