চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

অসামাজিক কার্যকলাপের অভিযোগে চান্দগাঁওয়ের ৩ হোটেল থেকে আটক ১৩

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১৩ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বহদ্দারহাট এলাকার আবাসিক হোটেল গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে এ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধে একই আইনের ১০৩ ধারায় আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট