চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কাল ডা. শাহাদাতকে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দিচ্ছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজি আলাউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির, বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক কফিল উদ্দিন আহমদ, মোরশেদুল আলম কাদেরী, একরামুল করিম, কফিল উদ্দিনসহ রাজনৈতিক ও পরিবহন নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আজ বুধবার নগরীর কদমতলী এলাকায় আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে পরিবহন নেতারা। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সদস্য সচিব মো. মুছা, নুরুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, খোরশেদুল আলম, মো. ইউনুস, মো. ভুট্টো, মো. রায়হান, মো. স্বপন, মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে পরিবহন নেতা মো. শাহজাহান বলেন, সংবর্ধনা সফল করার জন্য আমরা প্রস্তুতি সভা করেছি। অনুষ্ঠানে পরিবহন নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। টার্মিনাল সংকট, নির্মাণাধীন টার্মিনালের কাজের অগ্রগতি না থাকা, সড়কের বিশৃঙ্খলা, নগরের যানজটসহ পরিবহন সংশ্লিষ্ট সমস্যাগুলো আমরা মেয়র মহোদয়ের সামনে তুলে ধরব।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট