চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন ‘নুর সয়াবিনের’ মালিক, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ‘নুর সয়াবিন’ উৎপাদনকারী প্রতিষ্ঠান এস এ ট্রেডার্স প্রোডাক্টসের স্বত্বাধিকারী ও দায়িত্বশীল ব্যক্তিরা পালিয়ে যান। পরে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার কারখানাটি সিলগালা করে দেন। বুধবার (১১ ডিস্মেবর) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের কুলগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণ অনলাইনকে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রূপচাঁদা ব্র্যান্ডের সাদৃশ্যপূর্ণ মোড়কে নুর সয়াবিন নামে ফর্টিফাইড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করে আসছিল।অভিযানে তাদের কাউকে পাওয়া না যাওয়ায় কারখানাটি সীলগালা করা হয় এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর বিরুদ্ধে চিফ জুডিসিয়াল কোর্টে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর নুর সয়াবিনের কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বিএসটিআই’র ভুয়া লোগো দিয়ে মোড়কজাত করে ‘নুর সয়াবিন’ নামে তেল বাজারজাত করছিল এসএ ট্রেডার্স । ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই) চট্টগ্রাম নগর শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

এছাড়া একই অভিযানে দামপাড়া এলাকার কিংস কনফেকশনারি বাংলাদেশ পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ব্যতীত ডেকোরেটেড কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করায় আদালত সতর্ক করে এবং অতিসত্বর বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। একই অভিযানে হাটহাজারী নতুন পাড়া বিআরটিসি ফিলিং স্টেশনের ২টি ডিজেল ও ১টি অকটেন ডিসপেনসিং ইউনিটের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ( সিএম)  রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার( সিএম) ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার মো. খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার মো. আব্দুর রহিম, পরিদর্শক (মেট সজীব চৌধুরী।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট