চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ওমানে নির্মাণাধীন ভবনে থেকে পড়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

মধ্য প্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে দেশটির বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ নুরুল আলম প্রকাশ পেয়ারু (৩৯) উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। নিহত পেয়ারুর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

ওমান প্রবাসী মো. সফিউল আলম জানান, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯ টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান।

 

নিহতের ছেলে মো. সিফাত জানান, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে এই মৃত্যুর খবর জানান।

 

তিনি আরও জানান, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে কাঠের তক্তা পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন ভবনের ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট