চট্টগ্রাম শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম নগরে খুন করে পাহাড়ে আত্মগোপন সুমনের

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর আলম সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল হত্যার দায় স্বীকার করে নুর আলম সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ১২ অক্টোবর সকালে বাবুলের দোকানে সামনে এসে দোকানের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে নেয় সুমন।

 

ফোনগুলো ফেরত চাইলে বাবুলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় সুমন। পরবর্তীতে ওইদিন দুপুরে বায়েজিদ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদারপুল এলাকায় বাবুলকে একা পেয়ে ছুরিকাঘাত করে সুমন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুলকে হাসপতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন বাবুল।

 

এ ঘটনায় বাবুলের ছেলে মো. জিসান বাদী হয়ে বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সুমন। বায়েজিদ থানার পরিদর্শক (ওসি) মো.আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট