চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি খাগড়াছড়িতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪ | ৩:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বহুল আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি নুর
আলম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেপ্তার সুমন বায়েজিদ থানাধীন অক্সিজেন সৈয়দপাড়ার বাসিন্দা।

সোমবার (৯ ডিসেম্বর) ভোররাতে খাগড়াছড়ি পৌরসভার উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর সকালে বায়েজিদ এলাকায় বাবুল নামে একব্যক্তির দোকানের কর্মচারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সুমন নামে আরেক ব্যক্তি। বাবুল ফোনগুলো ফেরত দিতে বললে সুমন তাকে গালমন্দ করে দেখে নেয়ার হুমকি দেয়। দুপুর পৌনে ১টায় বায়েজিদের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকায় বাবুলকে একা পেয়ে ছুরি দিয়ে শরীরে আঘাত করে সুমন। খবর পেয়ে তার মেয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৭ সেপ্টেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বাবুলের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে সুমন ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে দূর সম্পর্কের আত্মীয়ের বাসায়। এদিকে তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ। পরপর দুইবারের ব্যর্থ অভিযানের পর তৃতীয় বার মিলল সাফল্য। ভোররাতে খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট