চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারশ থেকে পাঁচশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

 

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই খানে আলম বাদী হয়ে দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।

 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট