চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ১১:৫৯ অপরাহ্ণ

সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি সূত্র পূর্বকোণকে নিশ্চিত করেছেন।

 

আটকরা হলো- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম (৩৪), মিরসরাই ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ (৪৮), সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইয়াছিন উল্লাহ (৪৪)।

 

সিএমপি সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে তারা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবেরের বাসায় অবস্থান করছিল। গতকাল মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তারা একটি মিছিল আয়োজন করলে পাহাড়তলী থানা পুলিশ তাৎক্ষণিক গিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট