চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস মেয়রের

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মালিকানাধীন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

মঙ্গলবার বিকেলে নগরীর টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সঙ্গে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি।

 

এ সময় চসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আনুষ্ঠানিকভাবে মেয়রকে অভিনন্দন জানান ব্যবসায়ী নেতার। পাশাপাশি মার্কেটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে ও আধুনিকায়নে মেয়রের সহযোগিতা কামনা করেন। এতে মেয়র ধৈর্য নিয়ে ব্যবসায়ী নেতাদের কাছে মার্কেটের নানা সমস্যার কথা শুনেন এবং দোকান মালিক ও চসিকের স্বার্থ ঠিক রেখে মার্কেটের আধুনিকায়নে সহযোগিতা ও অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন।

 

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম, এস্টেট অফিসার সাব্বির রহমান সানি, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ হোসেন, সহ-সভাপতি ইব্রাহীম ভুইয়া, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অর্থ সম্পাদক মীর মুহাম্মাদ নাছির উদ্দীন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ পেয়ারু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন লিটন, উপদেষ্টা মো. শাহজাহান, উপদেষ্টা আনোয়ারুল করিম, উপদেষ্টা মো. ইসহাক মিয়া, উপদেষ্টা সৈয়দ মাহবুবুর রশিদ, উপদেষ্টা নাজিম উদ্দীন হাসান, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট