চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফলমন্ডিতে ছুরিকাঘাত করে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় রেজাউল করিম সাকিব নামে এক কর্মচারীকে ছুরিকাঘাতে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার তিতাস থানার ছাইল্যাকান্দি এলাকার মো. করিমের ছেলে মো. কাউছার মিয়া (৩৮), একই জেলার দাউদকান্দি থানার বিটমান এলাকার মো. কাজলের ছেলে মো. পারভেজ (২৯) ও চান্দিনা থানার নাছিরপুর এলাকার মো. মুসলিমের ছেলে মো. রাব্বী (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে নিয়ে অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকা থেকে পারভেজ ও রাব্বী নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার কাউছার মিয়ার তথ্যমতে চৈতন্যগলি কবরস্থানের গেইটের ডানপাশে লুকানো একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। 
তিনি আরও জানান, গত ২৪ নভেম্বর ফলমন্ডির বিছমিল্লাহ টের্ডাসের দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। গ্রেপ্তার রাব্বি সাকিবের গতিবিধি লক্ষ্য রাখে এবং তার  সহযোগীদের প্রতিনিয়ত খবর সরবরাহ করে। কর্মচারী সাকিব টাকা নিয়ে বের হয়ে রিকশায় উঠতেই তাদের পিছু নেয় আসামিরা। একপর্যায়ে ভঙ্গিশাহ মাজারের সামনে তাদের চোখেমুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর তারা হাতে থাকা টাকার ব্যাগ টানাটানি শুরু করে। টাকার ব্যাগ না দেয়ায় কর্মচারী সাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে একজন ব্যক্তি এগিয়ে এসে তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট