চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

৫০ হাজার মিটার বসানো শেষ বাকিগুলো ‘নির্ধারিত’ সময়েই

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

আবাসিক পর্যায়ে ১ লাখ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে গতি ফিরেছে। ইতোমধ্যে এই প্রকল্পের অধীনে ৫০ হাজার মিটার বসানো শেষ হয়েছে। বাকিগুলোও আগামী জুনে নির্ধারিত সময়ে শেষ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

সূত্র জানায়-কেজিডিসিএল’র আবাসিক গ্রাহক সংখ্যা এখন প্রায় ৬ লাখ। এরমধ্যে ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রথম দফায় ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনে কেজিডিসিএল। এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সাশ্রয়সহ গ্রাহক ভোগান্তি কমে আসায় প্রিপেইড মিটার স্থাপনে নতুন আরেকটি প্রকল্প হাতে নেয় কেজিডিসিএল কর্তৃপক্ষ।

 

‘ইন্সটলেশন অফ প্রিপেইড গ্যাস মিটার ফর কেজিডিসিএল পার্ট-৩’ নামের নতুন এই প্রকল্পের মাধ্যমে নগর এবং জেলার ১ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে কেজিডিসিএল। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে গুরুত্বপূর্ণ এ প্রকল্প ব্যয়ের পুরোটাই কেজিডিসিএল’র নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্টরা জানান, নতুন করে ১ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এলে গ্যাসের অপচয় কমবে। গ্রাহকদের ভোগান্তিও কমে আসবে। যতটুকু গ্যাসের ব্যবহার হবে, ঠিক ততটুকু টাকাই তারা দেবেন। নির্দিষ্ট ব্যাংক এবং পিওএস সেন্টার ছাড়াও অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেও এসব প্রিপেইড মিটারে রিচার্জ করা যাবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট