চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চান্দগাঁওয়ে আটক ১০

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানার খালাশী পুকুর পাড় সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৫২টি তাস ও নগদ এক হাজার ৬৩৪ টাকাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল- চান্দগাঁও থানার বলিরহাট, শিকদার বাড়ির মো. জয়নালের মো. মিরাজ (১৯), মো. আবুল কালামের ছেলে মো. রবিউল (২৪), আজগর সওদাগরের কলোনির মো. আব্দুল আলীর ছেলে মো. শাহীন (৩০), কোদালকাটা, বাদশা কলোনির মো. আবু কালামের ছেলে মো. শিপন (২৮), ফাতেহার বাপের বাড়ির মো. শামসুর রহমানের ছেলে মো. মুন্না (২৫), মো. তোফায়েল আহমদের ছেলে মো. সাহাবুদ্দিন (৩৫), কাউসারের দোকানের মিস্ত্রির আবুল ফজলের ছেলে মো. জাহেদ (৩০), খাজা রোড, খালাশী পুকুর পাড়, হাজী এজাহার মিয়া সওদাগরের বাড়ির মৃত খয়রাতী মিয়ার ছেলে মো. ইউসুফ (৪২), মৃত শামসুল ফকিরের ছেলে মো. মফিজ (৫০) ও শিকদার বাড়ির মৃত মজিবুরের ছেলে মো. মফিজ (৫০)।

 

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলম খান জানান, আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট