চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, আহত – ২

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস পিডাব্লিউডি মসজিদের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ২ নং ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহতদের ভাইপো মহিউদ্দিন।

 

আহতরা হচ্ছেন- মো. আবুল কালামের পুত্র মো. কাশেম (৩৪) ও মো. হাছান আলীর পুত্র মো. আশরাফুল (৩৫) । এরা দুইজন পিডাব্লিউডি কলোনির কর্পোরেশন এলাকার বাসিন্দা।

 

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. রুবেল আফরাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত ঘটনা সম্পর্কে আমরা অবগত নয় । থানায় এসে কেউ অভিযোগও করেনি। অভিযোগ আসলে আমারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট