চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দাম কমেছে ৯ সবজির

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

সপ্তাহ খাসেক আগে হঠাৎ কয়েকটি সবজির দাম বেড়ে গেলেও এবার বন্দরনগরে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে ৯ সবজির। দর পতনের তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, কাঁচা মরিচ, মুলা, করলা, গাজর ও শিম। তবে দাম বেড়েছে শসা ও ঢেঁড়সের।

 

গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৬০ টাকা কমেছে ফুলকপির দাম। নগরে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি। কেজিতে ৪০ টাকা কমেছে বেগুন, করলা এবং কাঁচা মরিচের দাম। এই তিন সবজির মধ্যে বেগুন ৬০ এবং করলা ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

এর বাইরে কেজিতে ১০ টাকা কমে পেঁপে ৫০, গাজার ১৬০, বাঁধাকপি ও মুলা ৬০ এবং ২০ টাকা কমে শিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শসা ও ঢেঁড়সের। কেজিতে ৪০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে সবজি দুটি। অন্যান্য সবজির মধ্যে লাউ ৪০, মিষ্টি কুমড়া ৫০, বরবটি ও আলু ৭০ এবং টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

মসলার মধ্যে জাতভেদে পেঁয়াজ ৯০ থেকে ১১০, রসুন ২৪০ এবং আদা ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরে। মুরগির মধ্যে সোনালির দাম অপিরিবর্তিত থাকলেও দাম কমেছে দেশি ও ব্রয়লার মুরগির। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৭০, ২০ টাকা কমে দেশি ৫৫০ এবং সোনালি ৩২০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

 

অন্যদিকে ৭৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ১৮০, পাবদা ৪০০-৪৫০, রূপচাঁদা ৫৫০-৬৫০, তাইল্লে মাছ আকার ভেদে ৫০০-৭০০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাস ১৭০-২০০, রুই ৩৫০-৩৮০, কাতল ৩৫০, বেলে ২৮০ এবং মৃগেল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট