চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জে ৩০০ বস্তা ডিএপি ‌সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪ | ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকা থেকে ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায় নি।

বুধবার (২০ নভেম্বর) রাতে এসব সার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, নগরীর মাঝিরঘাট এলাকা থেকে এসব সার নিয়ে আসে চাক্তাইয়ের শাহ আলম নামে এক ব্যবসায়ী। যদিও তিনি ক্যামিকেল ব্যবসায়ী। যেহেতু এগুলোর কোন বৈধতা পাওয়া যায়নি সেহেতু আমরা সারগুলো জব্দ করেছি।

তিনি আরও বলেন, জব্দ করা সার ওই ব্যবসায়ী মাঝিরঘাট বিসিআইসিসির সার ডিলারদের কাছ থেকে কিনেছেন বলে জানতে পেরেছি। আমরা কৃষি অধিদপ্তরকে খবর দিয়েছি। তারা আসলে এ ঘটনায় মামলা নেব।

তবে এই বিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র চট্টগ্রাম শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান পূর্বকোণকে বলেন, বুধবার কুতুবদিয়ার তিনজন ডিলার নরসিংদীর ঘোড়াশাল থেকে ১৫ টন সার চট্টগ্রামে নিয়ে আসে। পরে তারা এসব সার ব্যবসায়ী শাহ আলমের কাছে বিক্রি করে দেয়।পরে খবর পেয়ে ওইদিন রাত ১২টার দিকে পাঁচলাইশের কৃষি কর্মকর্তা রোজিনা ও পুলিশ এসব সার জব্দ করে।

অভিযোগ রয়েছে- কিছু অসাধু ব্যবসায়ী মিয়ানমারে ডিএপি সার পাচার করছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট