চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বেপারী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ৬টি কাঁচা-পাকা বসতঘর পুড়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
পূর্বকোণ/মাহমুদ