চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে লালখান বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা অংশে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মনিরুলজামান জানান, সকাল ৮ টায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী গাড়িটি পতেঙ্গা অংশে বাঁকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে দুইজন আহত হয়।
তবে ঘটনার বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পূর্বকোণ/পিআর/এএইচ