চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়লো আরও ৯০ দিন

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

সুষ্ঠুভাবে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুনরায় চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক চিঠিতে নতুন করে আরো ৯০দিন মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানানো হয়। মূলত ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তোলা দাবির প্রেক্ষিতেই এই মেয়াদ বৃদ্ধি করে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন মেয়াদ অনুযায়ী আগামী ৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এ প্রসঙ্গে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল হক পূর্বকোণকে বলেন, আমরা চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে চট্টগ্রাম চেম্বারের বর্তমান প্রশাসকের মেয়াদ বৃদ্ধির যৌক্তিক দুটি কারণ উল্লেখ করে গত ৯ অক্টোবর প্রস্তাবনা দিয়েছিলাম। এরমধ্যে রয়েছে অডিট ফার্ম নিয়োগ ও নির্বাচন আয়োজনে সময়সীমা বৃদ্ধি করা।

 

তিনি আরো বলেন, সরকার চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ করে প্রথমে ১২০ দিন, পরে ৯০ দিন সময় বৃদ্ধি করে আগামী বছরের ৮ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়। তবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে রমাজন মাস শুরু হবে। এই মাসে সকল ব্যবসায়ী বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বছরের সবচেয়ে ব্যস্ত সময় অতিবাহিত করে। কাজেই রমজান মাসে নির্বাচন আয়োজন করা হলে তাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে না। পক্ষান্তরে নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হবে এবং ৮০ দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। সে ক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজন করতে হলে সদস্য হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন ছিল। যা আমরা প্রস্তাবনা আকারে পেশ করি। তারই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসকের মেয়াদ আরো ৯০দিন বৃদ্ধি করেছে।

 

নুরুল হক আরো বলেন, চট্টগ্রাম চেম্বারের সদস্য নবায়নের সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। নবায়নে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিনা তা যাচাই-বাছাইয়ের লক্ষ্যে বিশেষ করে টিন ও ট্রেড লাইসেন্সগুলো বৈধ ও সঠিক কিনা তা নিশ্চিত হতে একটি দক্ষ অডিট ফার্ম নিয়োগ দেয়া প্রয়োজন। একই সাথে যারা সদস্যপদ নবায়ন করেছে তারা সত্যিকার অর্থে আগের বছর সদস্য ছিল কিনা সেই সদস্যপদের কপি যথাযথভাবে জমা দিয়েছে কিনা এবং এক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হয়েছে কিনা ইত্যাদি বিষয় তদন্ত করে নবায়নকৃত সদস্য তালিকা সংশোধন করা প্রয়োজন।

 

এদিকে, চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বৃদ্ধির দাবি তুলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গত ২৮ অক্টোবর এই সংগঠন চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বৃদ্ধির আবেদন জানায়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট