চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৪ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার সদর থানার ভূইয়ারহাট এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. সাকিব (২২), রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা এলাকার আবুল কালামের ছেলে মো. রমজান আলী (৩৩), একই এলাকার আবুল খায়েরের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২) ও চান্দগাঁও থানাধীন ঢালী পাড়ার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ ইরফান (২৩)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল রাতে নিয়মিত মামলার তিন আসামিকে ও নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট