চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পুণ্ডরীক ধামে ফরহাদ মজহার

১৯ নভেম্বর, ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পুণ্ডরীক ধাম মন্দির পরিদর্শন করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি হাটাহাজারি উপজেলার মেখলে পুণ্ডরীক ধামে যান, বেশ কিছু সময় সেখানে অবস্থান করে মন্দিরের অধ্যক্ষসহ বিভিন্নজনের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

 

পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বলেন, ফরহাদ মজহার ঐতিহাসিক স্থান পুণ্ডরীক ধাম পরিদর্শন করেন। প্রায় ৩ ঘণ্টা অবস্থান করেন। আমাদের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতিতে স্থিতিশীলতার ক্ষেত্রে কীভাবে আগানো যায়, তা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা হয়েছে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্ত্তী বলেন, সাম্প্রতিক সনাতনী সম্প্রদায়ের আন্দোলন এবং কী বলতে চাই, সেটা জানতে চেয়েছিলেন ফরহাদ মজহার। তিনি বাংলার সহজিয়া সংষ্কৃতি নিয়ে কাজ করেন। যার কারণে তিনি বাঙালি সংস্কৃতির বিকাশ, বাঙালি হিন্দু-মুসলমানদের সাংস্কৃতিক দূরত্ব কীভাবে ঘোচানো যায়, সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং পরামর্শ শুনেছেন।

 

ফরহাদ মজহার সনাতনী সম্প্রদায়ের দাবি-দাওয়ার বিষয়ে ‘একাত্মতা প্রকাশ করেছেন’ জানিয়ে চবি কুশল বরণ বলেন, তিনি নিজেই কয়েকটা দাবির বিষয়ে উদ্যোগ নিয়ে সরকারের সঙ্গে আলাপ করার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।

 

গত ৩০ অক্টোবর সাধুসন্তু ও সনাতনী সংগঠকদের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার এবং ৫ নভেম্বর চট্টগ্রামের হাজারী গলির ঘটনাটিও ফরহাদ মজহারকে অবগত করা হয়েছে বলে জানান কুশল বরণ চক্রবর্ত্তী।

 

তথ্যসূত্র : বিডিনিউজ
পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট