চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বডি বিল্ডার হারুন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪ | ১১:০৩ অপরাহ্ণ

প্রতারণা, সাইবার সিকিউরিটি আইনসহ তিনিটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হারুন অর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুনকে (৩২) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ।

 

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে মতিঝিল থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে । 

 

গ্রেপ্তার হারুনর রশিদ (৪৮) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধু নগর এলাকার  মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

 

এর আগে ২০২১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা লিংক রোডের শরিয়তপুর টাওয়ার থেকে মতিঝিল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট