চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মধ্যরাতে শেখ হাসিনার সমর্থনে মিছিল, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া দুই  জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে মিছিল-পরবর্তী অভিযান চালিয়ে নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি  চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও সাবেক মেয়র আজম নাছিরের অনুসারী। অন্যদিকে একই ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান পূর্বকোণ অনলাইনকে বলেন, মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিল বের করে মাত্র দুই মিনিটের মধ্যেই বদনা শাহর মাজার পর্যন্ত গিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দিদার নামের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন পূর্বকোণ অনলাইনকে বলেন, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মো. সজীব হোসেন (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা আছে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট