চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফার্নিচার কর্মী হত্যা, চট্টগ্রামে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৪ | ২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ফার্নিচার কর্মী মো. ফারুক নিহত হওয়ার ঘটনায় আবদুল নবী লেদুকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার লেদু বায়েজিদ বোস্তামি থানাধীন হাজী ভবন অক্সিজেন মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) নগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নগরীর মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয় ফারুক। এছাড়া তাকে দুষ্কৃতিকারীরা পেটে ও পায়ে গুলি করে। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, এ মামলায় এজাহারনামীয় আসামি আবদুল নবী লেদুকে গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট