চট্টগ্রাম শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হলেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

 

হসিব আজিজ এর আগে ঢাকা সিআইডি এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

জানা যায়, হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ ছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৬৩ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদেও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তার বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট