চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ

বন্যার কারণে বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল। রেললাইনে পানি জমে যাওয়ায় এবং রেলওয়ে ব্রিজ ঝুঁকিতে থাকায় গত বৃহস্পতিবার এই ট্রেন পথে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ট্রেন চলাচল শুরু করেছে।এর আগে গত শনিবার থেকে চালু হয়েছে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল।

 

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস রওনা হয়। বিকাল পাঁচটা নাগাদ ট্রেনটি সিলেটে পৌঁছায়। এরপর রাত ১০টায় উদয়ন এক্সপ্রেসের সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

 

গত বৃহস্পতিবার নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু জায়গায় রেললাইনের ওপর পানি ওঠে যাওয়ায় এবং রেলওয়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ থাকায় সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেদিন সকালে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের উদ্দেশে তিনটি ট্রেন ছেড়ে যায়। কিন্তু রেললাইনে পানির কারণে সিলেটগামী ট্রেনটি আবার চট্টগ্রামে ফেরত নেওয়া হয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুপুরের পর থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। একই কারণে বন্ধ থাকার পর সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা ও কক্সবাজার রুটেও ট্রেন চলাচল শুরু হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট