চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গাঁজা-ফেনসিডিল নিয়ে ৪ জন ধরা

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৪ | ৪:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. মুসা (৩৮), জোরারগঞ্জের পূর্ব হিংগলি গ্রামের মো. শাহজাহানের ছেলে মোক্তার হোসেন রাকিব (২৪), কক্সবাজারের পিয়ানখালী গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে আছহাবুল হক শাহিন (২৬) ও জোরারগঞ্জের মেহেদীনগর গ্রামের মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (২৭)।

র‌্যাব জানায়, মাদক বিক্রি করতে চট্টগ্রামে আসার জন্য মিরসরাই বাজার এলাকায় মাদক কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেট কার থেকে ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরী থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বহনকারী প্রাইভেট কার থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে চান্দগাঁও থানায় এবং একজনকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট