চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে ওয়াসা মোড় পুলিশ বক্স ভাঙচুর

অনলাইন ডেস্ক

২ আগস্ট, ২০২৪ | ৬:০৪ অপরাহ্ণ

নগরের ওয়াসা মোড়ে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২ আগস্ট) পৌনে ৪টার দিকে আন্দোলনকারীদের মিছিল ওয়াসার দিকে যাওয়ার পথে আন্দোলনকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ তুলে। এরপর ওয়াসার মোড়ে পুলিশের সাজোয়া যান দেখে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পুলিশ বক্স ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ।

 

এর আগে জুমার নামাজ শেষে আন্দরকিল্লা জামে মসজিদ থেকে  গণমিছিলটি বের হয় বলে জানিয়েছে পুলিশ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট