চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক চবি শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১ আগস্ট, ২০২৪ | ৮:৫৪ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাতে নগরের বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ বিষয়ে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা যায়। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরের পাঁচলাইশ থানার কোটা সংস্কার আন্দোলনের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট