চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে রবিবার কারফিউ ১৫ ঘণ্টা শিথিল

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৪ | ৭:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ও জেলায় চলমান কারফিউ রবিবার আরও এক ঘণ্টা বাড়িয়ে মোট ১৫ ঘণ্টা শিথিল করেছে প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও কারফিউ বলবৎ হবে বলে প্রশাসনের বার্তায় বলা হয়েছে।

 

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ পূর্বকোণকে বলেন, আগামীকাল রবিবার আরও এক ঘণ্টা বেশি অর্থাৎ পনেরো ঘণ্টা শিথিল থাকবে। রাত নয়টার পর কারফিউ বলবৎ হবে।

 

চট্টগ্রাম জেলায়ও রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট