চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সাউথ এশিয়ান স্কুলে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রথম ও পূর্ণাঙ্গ ডিজিটাল বিদ্যাপীঠ খ্যাত সাউথ এশিয়ান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাউশির উপ-পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) ড. গাজী গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ শামসুদ্দিন শিশির এবং বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন।

 

প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে সার্বিক সমন্বয়ে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সালেহউদ্দিন। বার্ষিক এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে সাথে অভিভাবক এবং অন্যান্য শুভানুধ্যায়ীগণও সমবেত হন।

 

প্রধান অতিথি ড. গাজী গোলাম মাওলা বলেন, শিশুদের মানসিক বিকাশে শরীরচর্চা ও খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে। বর্তমান সরকারের নতুন শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়ন হলে শিশুরা লেখাপড়ার অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয়ে আনন্দময় শিক্ষপরিবেশ ফিরে পাবে এবং তার জন্য শিক্ষক ও অভিভাবকবৃন্দের সহযোগিতা ভীষণ প্রয়োজন।

 

বিশেষ অতিথি ড. মীর আবু সালেহ শামসুদ্দিন বলেন, খেলাধুলার সাথে শিশুর লেখাপড়া ওতোপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীর দেহ-মন উভয়ই উপযুক্ত রূপে গঠিত হতে পারে খেলাধুলার মাধ্যমে।

 

এর আগে মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট