চট্টগ্রাম নগরীর চকবাজারে দশতলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর ।
মোনাম সামাদ তাহমীন মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।
নিহত স্কুলছাত্রীর বাবা হায়দার আলী জানান, সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে আমি আগ্রাবাদ এলাকায় কর্মস্থলে চলে যাই। যাওয়ায় সময় স্কুলে যেতে আমার কাছ থেকে ৫০ টাকা গাড়ি ভাড়াও নিয়েছে সে। এর আগে আমার স্ত্রী ছোট মেয়েকে অন্য একটি স্কুলে পৌঁছে দিতে যান। সকাল ১০টার দিকে খবর পাই আমার মেয়ে ভবন থেকে পড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে বাবা হায়দার আলী বলেন, মেয়েটি চোখে কম দেখত, এজন্য চশমা পরত। রোদে গেলে তার মাথা ঘুরাত।
ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।