চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চা পাতায় রং মেশানোর দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৪ | ৬:৫০ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন একে খান এলাকার ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস কারখানাকে চা পাতায় রং মেশানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সিটিজি চা ব্রান্ডের ওই চায়ের কারখানায় অভিযানকালে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পান।

 

জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সঙ্গে  মেশান। এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে  ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নাই। তিনি এমন কাজ করে ভোক্তার সাথে প্রতারণা করেছেন বলে স্বীকার করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন জানান, চায়ে রং মেশানোর দায়ে ইউনুস মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

অভিযানে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পুলিশ, চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা  দিদারুল মওলা, বিপণন
কর্মকর্তা আহসান হাবীব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট