চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে বেলুন নিতে গিয়ে সঞ্চালনবাহী উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে সুরফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সুরফা বেগম নেত্রকোনার মদন উপজেলার রতনপুর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি