চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে তিন হাজার কেজি চিনিসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় সাড়ে ৩ হাজার কেজি চিনিসহ দুজনকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন- জোরারগঞ্জের মৃত আবু নোমানের ছেলে আব্দুল হালিম ওরফে সোহাগ (৩৩) ও একই এলাকার ছুট্টু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (৩২)।

 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি পিকআপে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট