চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

প্রখ্যাত নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আর নেই

১৮ জানুয়ারি, ২০২৪ | ৫:৩০ পূর্বাহ্ণ

দেশের প্রখ্যাত নেফ্রোলজিস্ট (কিডনি রোগ) অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আর নেই (ইন্নালিল্লাহি.. ..রাজিউন)। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮মিনিটে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ বরেণ্য চিকিৎসক। মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. মো. খুরশীদ জামিল। ডা. মহসিন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ ফজর ঢাকার তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। একই দিন বাদ জোহর চট্টগ্রামের আসকারদিঘির দক্ষিণ পাড়স্থ শতদল ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নিজ গ্রাম মিরসরাইয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সর্বশেষ নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট