চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মানবিকতায় সর্বস্তরে রেড ক্রিসেন্ট : মেয়র রেজাউল

বিজ্ঞপ্তি

২৩ ডিসেম্বর, ২০২৩ | ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে শনিবার (২৩ ডিসেম্বর) নগরীর পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মানবিকতায় সর্বস্তরে রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্টের এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিঞ্চিৎ পরিমাণ হলেও লাঘব করতে পারবে। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ। উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোশারফুল হক চৌধুরী পাভেল, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. আবুল হাশেম, কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, কাউন্সিলর এসরারুল হক, সিটি রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, ইউনিট লেভেল অফিসার আব্দুর রহিম আঁকন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ প্রমুখ। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট