চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বেশি দামে গরুর মাংস বিক্রি, চার দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩ | ৮:৫১ অপরাহ্ণ

বেশি দামে গরুর মাংস বিক্রি করায় চার দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকি অভিযানে এই  জরিমানা করা হয়।

 

সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, ঢাকায় গরুর মাংস ৫৮০-৬০০ টাকা বিক্রি হচ্ছে কিন্তু বহদ্দারহাটে অভিযানে কোনো দোকানে হাড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৯০০ টাকা। কোনো দোকানে ৮০০ টাকা। আবার হাড়সহ গরুর মাংস ৬৫০ টাকা বিক্রি হচ্ছে। তাই চারটি দোকানকে জরিমানা করা হয়েছে ১১ হাজার টাকা। এ সময় তাদের সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ। 
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট